ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৬১ জেলের কারাদণ্ড, প্রায় ৮ লাখ টাকা জরিমানা ৫ দিনে

মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ শিকারের দায়ে বিভাগের বিভিন্ন এলাকায় ৬১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দণ্ডিতদের ৭ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

গত পাঁচদিন এই অভিযান চালানো হয়।  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৩ থেকে ১৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে ৫৮৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৮৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ১৬৫টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা মূল্যের ১৬ লাখ ৪৩ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ২ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগে ১১৭ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৯০৭ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৬৮০ বার বিভিন্ন আড়ত ও ৯৬০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত দুই দিনের অভিযানে ৪ হাজার ২৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা চলাকালে বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

৬১ জেলের কারাদণ্ড, প্রায় ৮ লাখ টাকা জরিমানা ৫ দিনে

আপডেট সময় : ০৮:১৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ শিকারের দায়ে বিভাগের বিভিন্ন এলাকায় ৬১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দণ্ডিতদের ৭ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

গত পাঁচদিন এই অভিযান চালানো হয়।  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৩ থেকে ১৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে ৫৮৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৮৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ১৬৫টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা মূল্যের ১৬ লাখ ৪৩ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ২ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগে ১১৭ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৯০৭ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৬৮০ বার বিভিন্ন আড়ত ও ৯৬০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত দুই দিনের অভিযানে ৪ হাজার ২৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা চলাকালে বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন নৃপেন্দ্র নাথ বিশ্বাস।