বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (০৮ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লে: ক সামি-উদ-দৌলা চৌধুরী।
আইএসপিআর জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। তারা সকলে জীবিত আছেন। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।