নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা সকলে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসেছিলেন।
বুধবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত ছাত্রলীগের ৭ নেতাসহ ১১ জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ঢাকায় অস্থিশীল পরিস্থিতি তৈরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্রমে জনমনে ভীতি সৃষ্টির পরিকল্পনা করছিল।’
এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।