ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ অস্ত্রসহ গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ এলাকার ভয়ঙ্কর কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

‎এর আগে সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়।

এ ঘটনা সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে এলে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে হাতেনাতে গ্রেফতার করে।

‎এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় : ১২:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হাজারীবাগ এলাকার ভয়ঙ্কর কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

‎এর আগে সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়।

এ ঘটনা সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে এলে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে হাতেনাতে গ্রেফতার করে।

‎এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।