ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিন উল্টে যায়।

নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এদিকে ট্রেন দুর্ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

রাশেদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যাত্রীদের অনেকে ভয়ে চিৎকার করতে থাকেন। অনেকেই কাঁদছিল। অনেকে পরিবারকে খুঁজছিল।’

রফিকুল নামে আরেক যাত্রী বলেন, ‘হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় আমি চরম আতঙ্কে ভুগছিলাম। আমার জীবনে কখনো এমন ভয় পাইনি। দুর্ঘটনার পর অনেক যাত্রীর সঙ্গে থাকা শিশুরা ভয়ে স্বজনদের জড়িয়ে ধরেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিন উল্টে যায়।

নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এদিকে ট্রেন দুর্ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

রাশেদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যাত্রীদের অনেকে ভয়ে চিৎকার করতে থাকেন। অনেকেই কাঁদছিল। অনেকে পরিবারকে খুঁজছিল।’

রফিকুল নামে আরেক যাত্রী বলেন, ‘হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় আমি চরম আতঙ্কে ভুগছিলাম। আমার জীবনে কখনো এমন ভয় পাইনি। দুর্ঘটনার পর অনেক যাত্রীর সঙ্গে থাকা শিশুরা ভয়ে স্বজনদের জড়িয়ে ধরেন।’