কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। অন্যজন পুরুষ।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হোমনা থানার ওসি রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের প্রাণহানির তথ্য জানান।
পুলিশ জানায়, দুপুরে ওই এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। তখন ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পার হতে অপেক্ষা করছিলেন কয়েকজন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহত দুই নারীর বাড়ি হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামে এবং নিহত পুরুষের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে বলে জানা গেছে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।