ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত এসপি’র ওপর হামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত অতিরিক্ত এসপি শামিম আনোয়ার বলেন, সকালে নিয়মিত টহল চলাকালে আমি আরশিনগর এলাকায় দুই ব্যক্তিকে যানবাহন থেকে টাকা তুলতে দেখি। তাদের জিজ্ঞাসা করি—‘কিসের টাকা তোলা হচ্ছে?’ জানাই যে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে চাঁদা তোলার বিষয়ে। এতেই ক্ষিপ্ত হয়ে প্রায় ৩০-৩৫ জন লোক অতর্কিতে আমার ওপর হামলা চালায়। তারা প্রথমে কিল-ঘুষি মারে, পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর আমি অচেতন হয়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, কয়েক দিন আগে আমি নরসিংদীর সড়কগুলোতে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছিলাম। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকি পেতে থাকি। এমনকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আমি হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলাম।

অন্যদিকে, পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত এসপি শামিম আনোয়ার আমাদের টাকা তুলতে বাধা দেন। এর আগেও আমাদের দুইজনকে আটক করে জেলে পাঠিয়েছিলেন। আজও আমাদের লোকদের ধরে নিয়ে যাচ্ছিলেন। আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে সরকার আমাদের টাকা ফেরত দিক।

তবে হামলার বিষয়ে জানতে চাইলে আলমগীর দাবি করেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত এসপি’র ওপর হামলা

আপডেট সময় : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত অতিরিক্ত এসপি শামিম আনোয়ার বলেন, সকালে নিয়মিত টহল চলাকালে আমি আরশিনগর এলাকায় দুই ব্যক্তিকে যানবাহন থেকে টাকা তুলতে দেখি। তাদের জিজ্ঞাসা করি—‘কিসের টাকা তোলা হচ্ছে?’ জানাই যে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে চাঁদা তোলার বিষয়ে। এতেই ক্ষিপ্ত হয়ে প্রায় ৩০-৩৫ জন লোক অতর্কিতে আমার ওপর হামলা চালায়। তারা প্রথমে কিল-ঘুষি মারে, পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর আমি অচেতন হয়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, কয়েক দিন আগে আমি নরসিংদীর সড়কগুলোতে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছিলাম। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকি পেতে থাকি। এমনকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আমি হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলাম।

অন্যদিকে, পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত এসপি শামিম আনোয়ার আমাদের টাকা তুলতে বাধা দেন। এর আগেও আমাদের দুইজনকে আটক করে জেলে পাঠিয়েছিলেন। আজও আমাদের লোকদের ধরে নিয়ে যাচ্ছিলেন। আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে সরকার আমাদের টাকা ফেরত দিক।

তবে হামলার বিষয়ে জানতে চাইলে আলমগীর দাবি করেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।