ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যম ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আগামী ৬ অক্টোবর গণমাধ্যম ও ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে। দু’একদিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে বলেও তিনি জানিয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করে ইসি।

ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ইসি জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন তাদের অঙ্গীকার। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সমান সুযোগ নিশ্চিত করতে ইসি কাজ করছে।

কমিশনের মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রযোজ্য আইন-কানুন যুগোপযোগী করে সংশোধন করা হয়েছে এবং প্রশিক্ষিত জনবল নিয়োজিত রয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ হওয়ায় রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, পর্যবেক্ষক ও সংশ্লিষ্টদের মতামত ও সহযোগিতা অপরিহার্য। এ জন্য ইসি সবার সাথে মতবিনিময় কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিনিধিরা প্রয়োজনে লিখিতভাবে মতামত ও পরামর্শও দিতে পারবেন। অক্টোবরের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে ওঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করতে চায় ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

গণমাধ্যম ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আগামী ৬ অক্টোবর গণমাধ্যম ও ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে। দু’একদিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে বলেও তিনি জানিয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করে ইসি।

ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ইসি জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন তাদের অঙ্গীকার। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সমান সুযোগ নিশ্চিত করতে ইসি কাজ করছে।

কমিশনের মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রযোজ্য আইন-কানুন যুগোপযোগী করে সংশোধন করা হয়েছে এবং প্রশিক্ষিত জনবল নিয়োজিত রয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ হওয়ায় রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, পর্যবেক্ষক ও সংশ্লিষ্টদের মতামত ও সহযোগিতা অপরিহার্য। এ জন্য ইসি সবার সাথে মতবিনিময় কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিনিধিরা প্রয়োজনে লিখিতভাবে মতামত ও পরামর্শও দিতে পারবেন। অক্টোবরের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে ওঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করতে চায় ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।