থানায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ পেয়ে মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক তদন্তের নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
আইজিপি বলেন, অন্তর্বর্তী সরকারের একটা প্রধান ও সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, এটা দেশের বাইরে থেকেও হতে পারে। তাই পূজামণ্ডপ ঘিরে যেন কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে পুলিশ।
পুলিশপ্রধান বলেন, সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় পাবর্ত্যাঞ্চলের অস্থিরতা নিয়ে কথা বলেন আইজিপি। বলেন, পাহাড়ের ঘটনাটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তাকেও গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে, তারপরও কেন এটাকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে। কারা করছে আমাদের বোধগম্য নয়।
আইজিপি বলেন, লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানাজনের কাছে গেছে বলে ধারণা আমাদের।