ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির রওশনপন্থি শাখার মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মামুনুর রশিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। অভিযোগ আছে, তিনি সরকারের উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছেন। বিশেষ করে অভিযোগ পাওয়া গেছে, তিনি ষড়যন্ত্রকারী এনায়েত করিম চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন।

গত বছর ৪ নভেম্বর ধর্ষণের একটি মামলায় কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এছাড়া, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জাতীয় পার্টি বর্তমানে তিন ভাগে বিভক্ত। এর মধ্যে একটি শাখার চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্য শাখার নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আর তৃতীয় শাখার চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশিদ।

এদিকে, জাতীয় পার্টির পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। দলের তিন ভাগে বিভক্ত হওয়ায় নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়েও টানাটানি শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির রওশনপন্থি শাখার মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মামুনুর রশিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। অভিযোগ আছে, তিনি সরকারের উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছেন। বিশেষ করে অভিযোগ পাওয়া গেছে, তিনি ষড়যন্ত্রকারী এনায়েত করিম চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন।

গত বছর ৪ নভেম্বর ধর্ষণের একটি মামলায় কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এছাড়া, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জাতীয় পার্টি বর্তমানে তিন ভাগে বিভক্ত। এর মধ্যে একটি শাখার চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্য শাখার নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আর তৃতীয় শাখার চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশিদ।

এদিকে, জাতীয় পার্টির পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। দলের তিন ভাগে বিভক্ত হওয়ায় নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়েও টানাটানি শুরু হয়েছে।