ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটানো সেই বাগছাস নেতার সদস্য পদ স্থগিত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটানোর ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তৌহিদ মো. সিয়াম, সিনিয়র সংগঠক নাঈম আবেদীন ও সদস্য মোহাম্মদ আরশাদ হোসাইন।

তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান বরাবর জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থীই ফেল করেছে— এমন খবর পেয়ে স্কুলে যান ইমতিয়াজ আহমেদ ইমতি। শ্রেণিকক্ষে ঢুকে জানতে চান, কে কে ফেল করেছে। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা যারা ফেল করেছেন, তাদের তিনি বাঁশের লাঠি দিয়ে পেটান। নারী শিক্ষার্থীরাও বাদ যাননি এ পিটুনি থেকে। এ নিয়ে মারধরের শিকার দুই শিক্ষার্থীর বড় ভাই নগরীর পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ইমতিয়াজ আহমেদ ইমতি রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি। ঘটনাটি গত ৪ সেপ্টেম্বর ঘটলেও ভুক্তভোগী শিক্ষার্থীরা আইনগত বিচার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ইমতিয়াজ আহমেদ ইমতি বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (বাগছাস) রংপুর মহানগরের আহ্বায়ক মনোনীত হন। ইমতি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী।

এদিকে, শিক্ষার্থীদের মারধরের খবর একাধিক গণমাধ্যমে আসায় বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই আহ্বায়ক। সেখানে ইমতিয়াজ আহম্মদ ইমতি লিখেছেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, দোষ কারো নয়। না শিক্ষার্থীর, না অভিভাবকের, না শিক্ষকদের। ভুল যদি থেকে থাকে, সেটা আমার একান্ত ব্যক্তিগত। তাই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটানো সেই বাগছাস নেতার সদস্য পদ স্থগিত

আপডেট সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটানোর ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তৌহিদ মো. সিয়াম, সিনিয়র সংগঠক নাঈম আবেদীন ও সদস্য মোহাম্মদ আরশাদ হোসাইন।

তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান বরাবর জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থীই ফেল করেছে— এমন খবর পেয়ে স্কুলে যান ইমতিয়াজ আহমেদ ইমতি। শ্রেণিকক্ষে ঢুকে জানতে চান, কে কে ফেল করেছে। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা যারা ফেল করেছেন, তাদের তিনি বাঁশের লাঠি দিয়ে পেটান। নারী শিক্ষার্থীরাও বাদ যাননি এ পিটুনি থেকে। এ নিয়ে মারধরের শিকার দুই শিক্ষার্থীর বড় ভাই নগরীর পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ইমতিয়াজ আহমেদ ইমতি রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি। ঘটনাটি গত ৪ সেপ্টেম্বর ঘটলেও ভুক্তভোগী শিক্ষার্থীরা আইনগত বিচার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ইমতিয়াজ আহমেদ ইমতি বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (বাগছাস) রংপুর মহানগরের আহ্বায়ক মনোনীত হন। ইমতি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী।

এদিকে, শিক্ষার্থীদের মারধরের খবর একাধিক গণমাধ্যমে আসায় বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই আহ্বায়ক। সেখানে ইমতিয়াজ আহম্মদ ইমতি লিখেছেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, দোষ কারো নয়। না শিক্ষার্থীর, না অভিভাবকের, না শিক্ষকদের। ভুল যদি থেকে থাকে, সেটা আমার একান্ত ব্যক্তিগত। তাই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।