ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

রাশিয়ার গভীরে হামলা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখলেও এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেসব ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। যাচাইকৃত ফুটেজে রাশিয়ার গভীরে তেল শোধনাগারের উপরে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সকালে আমরা রাশিয়ার বাশকোর্তোস্তানের সালাভাত শহরে একটি তেল শোধনাগারে আগুন লাগার নতুন ফুটেজ পর্যালোচনা করছি। মস্কো থেকে প্রায় ১,২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণ-পূর্বে ঘটনাস্থল।

একটি ক্লিপে আমরা দূরে কালো ধোঁয়ার বিশাল ঘন মেঘ দেখতে পাচ্ছি। ফুটেজে আশপাশের ভবনগুলো দেখে আমরা ঘটনাস্থল খুঁজে বের করি। অবস্থান নিশ্চিত হতে গুগল, ইয়ানডেক্স এবং জনসাধারণের জন্য উপলব্ধ স্যাটেলাইট ম্যাপিং কাজে লাগানো হয়।রা

বিবিসি আরও বলেছে, আরেকটি ক্লিপে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফুটেজটি উলিৎসা পারভোমাইস্কায়া স্ট্রিটের একটি প্রধান গোলচত্বরের কাছে একটি ভবন থেকে তোলা হয়েছে। আমরা যে ফুটেজটি দেখছি তা পুরোনো নয় তা নিশ্চিত করার জন্য আমরা বেশ কয়েকটি স্ক্রিনগ্র্যাবের রিভার্স ইমেজ অনুসন্ধান করেছি।

এদিকে বাশকোর্তোস্তানের আঞ্চলিক গভর্নর রাদি খাবিরভ আজ সকালে টেলিগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, গ্যাজপ্রম নেফতেখিম শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত করেছে।

শোধনাগারটিতে এটিই প্রথমবার হামলা নয়। এই স্থানটিকে আগেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময় আগে গত ১৮ সেপ্টেম্বর দুটি ড্রোনের আঘাতে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তবে তখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

আপডেট সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার গভীরে হামলা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখলেও এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেসব ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। যাচাইকৃত ফুটেজে রাশিয়ার গভীরে তেল শোধনাগারের উপরে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সকালে আমরা রাশিয়ার বাশকোর্তোস্তানের সালাভাত শহরে একটি তেল শোধনাগারে আগুন লাগার নতুন ফুটেজ পর্যালোচনা করছি। মস্কো থেকে প্রায় ১,২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণ-পূর্বে ঘটনাস্থল।

একটি ক্লিপে আমরা দূরে কালো ধোঁয়ার বিশাল ঘন মেঘ দেখতে পাচ্ছি। ফুটেজে আশপাশের ভবনগুলো দেখে আমরা ঘটনাস্থল খুঁজে বের করি। অবস্থান নিশ্চিত হতে গুগল, ইয়ানডেক্স এবং জনসাধারণের জন্য উপলব্ধ স্যাটেলাইট ম্যাপিং কাজে লাগানো হয়।রা

বিবিসি আরও বলেছে, আরেকটি ক্লিপে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফুটেজটি উলিৎসা পারভোমাইস্কায়া স্ট্রিটের একটি প্রধান গোলচত্বরের কাছে একটি ভবন থেকে তোলা হয়েছে। আমরা যে ফুটেজটি দেখছি তা পুরোনো নয় তা নিশ্চিত করার জন্য আমরা বেশ কয়েকটি স্ক্রিনগ্র্যাবের রিভার্স ইমেজ অনুসন্ধান করেছি।

এদিকে বাশকোর্তোস্তানের আঞ্চলিক গভর্নর রাদি খাবিরভ আজ সকালে টেলিগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, গ্যাজপ্রম নেফতেখিম শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত করেছে।

শোধনাগারটিতে এটিই প্রথমবার হামলা নয়। এই স্থানটিকে আগেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময় আগে গত ১৮ সেপ্টেম্বর দুটি ড্রোনের আঘাতে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তবে তখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।