ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৩ হাজার ছুঁইছুঁই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৪৫ জন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুনদের নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছুঁইছুঁই করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ৩১ হাজার ২৩০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। সেবার মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৩ হাজার ছুঁইছুঁই

আপডেট সময় : ০৭:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৪৫ জন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুনদের নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছুঁইছুঁই করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ৩১ হাজার ২৩০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। সেবার মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।