ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশের এসআই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিহত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া। ফাইল ছবি

মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মৌলভীবাজার জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশের এসআই

আপডেট সময় : ১১:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নিহত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া। ফাইল ছবি

মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মৌলভীবাজার জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।