ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক পুলিশ সদস্যের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেফতার ৬

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টনে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৩১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সনদ বড়ুয়া। এর আগে শনিবার খিলগাঁও, মিরপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাবেক কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬), মোঃ আব্দুল মান্নান (৩২), মোঃ শাহিদুর রহমান (৪১), মোঃ আব্দুল্লাহ (৪৪), মোঃ নয়ন মিয়া (৪০), ও মোঃ রুবেল।

সনদ বড়ুয়া জানান, গত ৪ আগস্ট ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে ৪৫ লাখ টাকা তার ম্যানেজার ও কর্মচারীর মাধ্যমে ব্যাংকে জমা উদ্দেশে এস আর কর্পোরেশন এর দোকানের লকারে রাখে। পরবর্তীতে একই দিন দুপুরে ১০ থেকে ১২ জন অজ্ঞাত নামা ডাকাত দল ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ম্যানেজার ও কর্মচারীদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে লকারে থাকা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় টাকার ব্যাগটি পড়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পল্টন থানায় মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট মামলার একজন সন্দেহভাজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬) কে রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৩।

এএসপি সনদ বড়ুয়া আরও জানান, গ্রেফতারকৃত চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল শিমুল (৪৬) এর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর রাজধানীর মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

সাবেক পুলিশ সদস্যের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেফতার ৬

আপডেট সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

রাজধানীর পল্টনে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৩১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সনদ বড়ুয়া। এর আগে শনিবার খিলগাঁও, মিরপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাবেক কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬), মোঃ আব্দুল মান্নান (৩২), মোঃ শাহিদুর রহমান (৪১), মোঃ আব্দুল্লাহ (৪৪), মোঃ নয়ন মিয়া (৪০), ও মোঃ রুবেল।

সনদ বড়ুয়া জানান, গত ৪ আগস্ট ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে ৪৫ লাখ টাকা তার ম্যানেজার ও কর্মচারীর মাধ্যমে ব্যাংকে জমা উদ্দেশে এস আর কর্পোরেশন এর দোকানের লকারে রাখে। পরবর্তীতে একই দিন দুপুরে ১০ থেকে ১২ জন অজ্ঞাত নামা ডাকাত দল ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ম্যানেজার ও কর্মচারীদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে লকারে থাকা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় টাকার ব্যাগটি পড়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পল্টন থানায় মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট মামলার একজন সন্দেহভাজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬) কে রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৩।

এএসপি সনদ বড়ুয়া আরও জানান, গ্রেফতারকৃত চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল শিমুল (৪৬) এর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর রাজধানীর মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।