ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৮২ মিনিট ধরে লাল হয়ে থাকবে চাঁদ, কবে দেখা যাবে এই ব্লাড মুন?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
ঐতিহাসিক এক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। কারণ পৃথিবীর বুক থেকে আরও একবার চাঁদকে দেখা যাবে লাল রঙের রক্তচাঁদের (Blood Moon) রূপে। জানা গেছে, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর রাতের আকাশেই দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ৫ ঘণ্টা ধরে চলবে। তবে এর মধ্যে টানা ৮২ মিনিট চাঁদ একেবারে রক্তিম আভায় ঢেকে যাবে।

কীভাবে তৈরি হবে এই রক্তচাঁদ?

আসলে চন্দ্রগ্রহণ যখন হয়, তখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে। আর পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে ফেলে। পাশাপাশি সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছড়িয়ে গিয়ে তখন চাঁদে পৌঁছায়। এর ফলে চাঁদের গায়ে লাল আভা ফুটে ওঠে। বিজ্ঞানীরা একে মূলত Rayleigh Scattering বলে আখ্যায়িত করেন।

যদিও নাসা বলছে, চাঁদের রক্তিম রং সবসময় একরকম হয় না। পৃথিবীর বায়ুমন্ডলে ধুলো কিংবা মেঘ বা আগ্নেয়গিরির ছাই থাকলে সেই প্রভাব আরও ঘন হয়। আর তখন চাঁদকে দেখতে অনেকটা গাড় লাল বা বাদামি রঙের মতো হয়।

কোথায় দেখা যাবে এই গ্রহণ?

বিশেষজ্ঞরা বলছে, আমেরিকার লোকজন এই গ্রহণ দেখতে পাবে না। কিন্তু সুখবর হল বিশ্বের প্রায় ৭৭ শতাংশ মানুষ এই মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পারবে। এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আফ্রিকা বা ইউরোপের বহু জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

বিশেষ করে এশিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ সবথেকে বেশি দৃশ্যমান হবে। পাশাপাশি ইউরোপ বা আফ্রিকার দর্শকরা আংশিকভাবে গ্রহণ দেখতে পারবেন।

উল্লেখ্য, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনই হয়। তখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এইসময় পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে চাঁদ একেবারে রক্তিম রূপে রূপান্তরিত হবে। আর একেই বলা হয় ব্লাড মুন বা রক্তচাঁদ। তাই আগামী ৭ সেপ্টেম্বর অবশ্যই রাতের আকাশে তাকাতে ভুলবেন না। কারণ এই বিরল দৃশ্য বারবার আসে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

৮২ মিনিট ধরে লাল হয়ে থাকবে চাঁদ, কবে দেখা যাবে এই ব্লাড মুন?

আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
ঐতিহাসিক এক দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা। কারণ পৃথিবীর বুক থেকে আরও একবার চাঁদকে দেখা যাবে লাল রঙের রক্তচাঁদের (Blood Moon) রূপে। জানা গেছে, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর রাতের আকাশেই দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ৫ ঘণ্টা ধরে চলবে। তবে এর মধ্যে টানা ৮২ মিনিট চাঁদ একেবারে রক্তিম আভায় ঢেকে যাবে।

কীভাবে তৈরি হবে এই রক্তচাঁদ?

আসলে চন্দ্রগ্রহণ যখন হয়, তখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে। আর পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে ফেলে। পাশাপাশি সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছড়িয়ে গিয়ে তখন চাঁদে পৌঁছায়। এর ফলে চাঁদের গায়ে লাল আভা ফুটে ওঠে। বিজ্ঞানীরা একে মূলত Rayleigh Scattering বলে আখ্যায়িত করেন।

যদিও নাসা বলছে, চাঁদের রক্তিম রং সবসময় একরকম হয় না। পৃথিবীর বায়ুমন্ডলে ধুলো কিংবা মেঘ বা আগ্নেয়গিরির ছাই থাকলে সেই প্রভাব আরও ঘন হয়। আর তখন চাঁদকে দেখতে অনেকটা গাড় লাল বা বাদামি রঙের মতো হয়।

কোথায় দেখা যাবে এই গ্রহণ?

বিশেষজ্ঞরা বলছে, আমেরিকার লোকজন এই গ্রহণ দেখতে পাবে না। কিন্তু সুখবর হল বিশ্বের প্রায় ৭৭ শতাংশ মানুষ এই মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পারবে। এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আফ্রিকা বা ইউরোপের বহু জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

বিশেষ করে এশিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ সবথেকে বেশি দৃশ্যমান হবে। পাশাপাশি ইউরোপ বা আফ্রিকার দর্শকরা আংশিকভাবে গ্রহণ দেখতে পারবেন।

উল্লেখ্য, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনই হয়। তখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এইসময় পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে চাঁদ একেবারে রক্তিম রূপে রূপান্তরিত হবে। আর একেই বলা হয় ব্লাড মুন বা রক্তচাঁদ। তাই আগামী ৭ সেপ্টেম্বর অবশ্যই রাতের আকাশে তাকাতে ভুলবেন না। কারণ এই বিরল দৃশ্য বারবার আসে না।