রাজধানীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের কুষ্টিয়ার নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১ টার দিকে কুষ্টিয়া শহরের থানা মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের করে দলের নেতাকর্মীরা। জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে মিছিলটি মজমপুর গেটে গিয়ে অবস্থান নেয়। মজমপুর রেল গেটের উপর বেরিকেড ফেলে তারা ঘণ্টাব্যাপী আটকে রাখে। সেসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধকারীরা। এতে ঢাকা-রাজশাহীসহ কয়েক জেলার রাতের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
বিক্ষোভকারীরা ‘ভিপি নুরের উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’; ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ প্রভৃতি শ্লোগান দেন। সেসময় জাপার নিবন্ধন বাতিল করার দাবি জানান তারা।
জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, “রাজধানীর কাকরাইলে আমাদের নেতা ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানসহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ মিছিলে জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুষ্টিয়া পৌর গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জিলহজ্ব, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন, কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি তানভীর আহমেদ রয়েলসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।