যুবদল নেতা এসে এম সামীম। ছবি: সংগৃত
স্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় নিজ বাড়ীতে নির্মমভাবে খুন হন সাতক্ষীরার যুবদল নেতা এসএম শামীম।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহত শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শ্যালক ওবায়দুল্লাহ হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি পরিকল্পনা করে দুদিন আগে তার মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদার ইমনকে বাড়িতে ডেকে আনে। ২২ আগস্ট রাতের খাবার শেষে শামীম ও তার স্ত্রী বাড়ির ৩য় তলার ফাঁকা ফ্ল্যাটে যায়। সেখানে বৃষ্টির ইশারায় ইমন শামীমের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দিলে তিনি মারা যান।
২৫ আগস্ট বৃষ্টি ও ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জবানবন্দীতে হত্যার বিষয়টি স্বীকার করেছে এবং ছোরাটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।