নিহত যুবদল নেতা শামীম হোসেন। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন (৩৩)-কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় নিজ বাড়ির তিনতলায় এ হত্যাকাণ্ড ঘটে।
আটক দুজন হলেন: মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) এবং তালা উপজেলার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম তার পরিবারসহ বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন, আর তৃতীয় তলায় সাধারণত কেউ থাকত না। তবে প্রায়ই বহিরাগত লোকজন সেখানে আসত, নেশা ও উচ্চস্বরে গান বাজানো হতো।
শামীমের মা রশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন রাতে ওরা আসত, ঘরে ঢুকতে দিত না। আজকে কেন আমার ছেলেকে হত্যা করল বলতে পারব না।’
তার ছেলে তাজ (১২) জানায়, ওই রাতে বাবার সঙ্গে ইজাজুল ও শরিফুল তিনতলায় ছিলেন। ‘আমি বাবাকে অনেকবার বলেছি ওরা যেন না আসে, কিন্তু তিনি শুনতেন না।’
শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি জানান, স্বামীকে নেশা থেকে বিরত থাকতে বারবার বললেও তিনি মানতেন না। হত্যাকাণ্ডের রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় শামীমকে হত্যা করা হয়েছে। দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে নিহতের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনও থানায় মামলা হয়নি।’