সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লক্ষীদাঁড়ি সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আলমগীর হোসেনের বোন ইছমত আরা জানান, তার ভাই ভোরে বাড়ির পাশে মাছের ঘেরে কাজ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে চোরাকারবারি ভেবে গুলি ছোড়ে। এতে আলমগীরের মাথা, মুখ ও চোখে ছররা গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আলমগীরের মুখ ও মাথায় ছররা গুলির আঘাত রয়েছে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহমেদ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।