সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের রা. ইসলাম পরিপন্থী কর্মকান্ড বন্ধ রাখুন, ইবাদতের মাধ্যমে আশুরা পালন করুন।
এ শিরোনাম সমূহকে সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যায় ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির মহাসচিব এবং চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন প্রধান বক্তার আলোচনায় বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সমালোচনার উর্ধ্বে, তাদের প্রতি অন্তরে মহাব্বত ও আজমত রাখা ঈমানের নিদর্শন।
অতএব সাহাবাদের প্রতি যারা মহব্বত পোষণ করে আমরা তাদেরকে মহব্বত করি, সাহাবাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে আমরা তাদেরকে অপছন্দ করি। তবে শরিয়া পরিপন্থী কোন কর্মকান্ড ইসলাম সমর্থন করে না।
তিনি এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থেকে ১০ই মহররমকে ইবাদতের মাধ্যমে পালন করার আহ্বান জানান এবং ইসলাম ও মুসলমানদের বিরোদ্ধে বহির্বিশ্বের বিভিন্ন চক্রান্ত থেকে জনগণকে সচেতন থাকার কথা বলেন।
পাশাপাশি গাজার নিপীড়িত মুসলিমদের প্রতি সমবেদনা জানিয়ে, রক্ত পিপাসু নেতানিয়াহ ও তার হিংস্র বাহিনীকে ইরানের দেয়া জবাবের প্রশংসা করেন এবং তৌহিদ পন্থীদেরকে ইরানের পাশে থাকার আহ্বান জানান।
সভায় সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানানো হয়।
উক্ত কনফারেন্সে ইমাম সমাজ বাংলাদেশের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইসলাম ও মুসলিম জাতির কল্যাণ কামনা করে, দোয়ার মাধ্যমে কনফারেন্সটির সমান্ত হয়।