ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সেবাদান কার্যক্রম স্বাভাবিক হতেই নগর ভবনে সশস্ত্র হামলা, আহত কয়েকজন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সেবাদান কার্যক্রম স্বাভাবিক হতেই নগর ভবনে আন্দোলনরতদের উপর বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এদিন বেলা ১১টা থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায় বলে অভিযোগ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মারামারিতে নেতৃত্ব দিয়েছেন শ্রমিকদল নেতা পরিচয় দেওয়া আরিফুজ্জামান প্রিন্স। তিনি সিটি করপোরেশনে কর্মরত। অন্য গ্রুপের নেতৃত্বে দিয়েছেন আরিফ চৌধুরী। তিনি একজন শ্রমিকদল নেতা। একইসঙ্গে তিনি নগর ভবনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া চেতনায়২৪ ডটকম কে বলেন, আমি আসলে আজকে যাইনি নগর ভবনে। তবে যতটুকু জানি, যেদিন সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছিল সেদিন প্রশাসক এবং প্রকৌশল বিভাগের লোকজন নগর ভবনে ঢুকতে পারবে না। কিন্তু আজকে প্রকৌশল বিভাগের লোকজন জোরপূর্বক অফিস করতে যায়। সেখানে আরিফুজ্জামান প্রিন্স বহিরাগতদের নিয়ে এই কাজে সহযোগিতা করে। সেটা নিয়ে মারামারি হয়েছে। তবে প্রিন্স আমাদের শ্রমিক দলের কেউ না। সে দাবি করে। কিন্তু তাদের কমিটি আমরা অনুমোদন দেইনি।

তিনি আরও বলেন, আরিফুজ্জামান প্রিন্সের সঙ্গে বহিরাগতদের হামলায় আরিফ চৌধুরীসহ শ্রমিক দলের অনেকে আহত হয়েছেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজনদের দাবি, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠতম হিসেবে পরিচিত প্রকৌশলী রুবেলের নেতৃত্বে এই হামলা হয়েছে।’

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী দাবি করেছেন, ‘ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি করপোরেশনের প্রকৌশলী আসিফের ঘনিষ্ঠ রুবেল বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালায়।‘

এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের ভিডিওধারণ করতে বাধা দেওয়া হয়েছে। হামলাকারীরা চাকু দেখিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

সেবাদান কার্যক্রম স্বাভাবিক হতেই নগর ভবনে সশস্ত্র হামলা, আহত কয়েকজন

আপডেট সময় : ০৫:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সেবাদান কার্যক্রম স্বাভাবিক হতেই নগর ভবনে আন্দোলনরতদের উপর বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এদিন বেলা ১১টা থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায় বলে অভিযোগ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মারামারিতে নেতৃত্ব দিয়েছেন শ্রমিকদল নেতা পরিচয় দেওয়া আরিফুজ্জামান প্রিন্স। তিনি সিটি করপোরেশনে কর্মরত। অন্য গ্রুপের নেতৃত্বে দিয়েছেন আরিফ চৌধুরী। তিনি একজন শ্রমিকদল নেতা। একইসঙ্গে তিনি নগর ভবনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া চেতনায়২৪ ডটকম কে বলেন, আমি আসলে আজকে যাইনি নগর ভবনে। তবে যতটুকু জানি, যেদিন সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছিল সেদিন প্রশাসক এবং প্রকৌশল বিভাগের লোকজন নগর ভবনে ঢুকতে পারবে না। কিন্তু আজকে প্রকৌশল বিভাগের লোকজন জোরপূর্বক অফিস করতে যায়। সেখানে আরিফুজ্জামান প্রিন্স বহিরাগতদের নিয়ে এই কাজে সহযোগিতা করে। সেটা নিয়ে মারামারি হয়েছে। তবে প্রিন্স আমাদের শ্রমিক দলের কেউ না। সে দাবি করে। কিন্তু তাদের কমিটি আমরা অনুমোদন দেইনি।

তিনি আরও বলেন, আরিফুজ্জামান প্রিন্সের সঙ্গে বহিরাগতদের হামলায় আরিফ চৌধুরীসহ শ্রমিক দলের অনেকে আহত হয়েছেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজনদের দাবি, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠতম হিসেবে পরিচিত প্রকৌশলী রুবেলের নেতৃত্বে এই হামলা হয়েছে।’

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী দাবি করেছেন, ‘ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি করপোরেশনের প্রকৌশলী আসিফের ঘনিষ্ঠ রুবেল বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালায়।‘

এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের ভিডিওধারণ করতে বাধা দেওয়া হয়েছে। হামলাকারীরা চাকু দেখিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে।