ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ১০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় দখলবাজ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযান চলছে। আটকদের মধ্যে তিনজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

আটকরা হলেন— সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ভাটি পাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন, একই জেলার হাছানগর বাসিন্দা বর্তমানে নগরের কাজীটুলার আরব আলী ছেলে ইমন এবং কাজীটুলার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব। বাকি সাতজনের পরিচয় জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানোর প্রতিবাদে সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। সিলেটেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল জনতা কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লুটপাটের সঙ্গে জড়িত থাকা ১০ জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

সিলেটে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ১০

আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় দখলবাজ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযান চলছে। আটকদের মধ্যে তিনজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

আটকরা হলেন— সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ভাটি পাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন, একই জেলার হাছানগর বাসিন্দা বর্তমানে নগরের কাজীটুলার আরব আলী ছেলে ইমন এবং কাজীটুলার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব। বাকি সাতজনের পরিচয় জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানোর প্রতিবাদে সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। সিলেটেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল জনতা কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লুটপাটের সঙ্গে জড়িত থাকা ১০ জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।