সুন্দরবনে গত ২৩ বছরে ২৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবগুলোই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। এসব আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে এবার আগুন জ্বলছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায়। এর আগের আগুনটি ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের এলাকায় ছিল। সব মিলিয়ে ২০০২ সাল থেকে আজ পর্যন্ত ঘটা ২৫টি অগ্নিকাণ্ডের তদন্ত করেছে পূর্ব বন বিভাগ।
বন বিভাগের তদন্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যায়, ২৫টি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৪ লাখ ৫৮ হাজার ৭৮৩ টাকা।
এ ছাড়া প্রতিবেদনগুলো বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশে আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জেলে-মৌয়ালদের অসাবধানতায় আগুন। অর্থাৎ জেলে-মৌয়ালদের বিড়ি-সিগারেট বা মৌমাছি তাড়াতে জ্বালানো মশাল থেকেই সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনে আরও উল্লেখ আছে আগুন লাগার কারণ নিয়ে দ্বিমত আছে বনজীবীদের।
শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টা নাগাদ এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা সন্ধ্যা পর্যন্ত ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। পানির উৎস আড়াই কিলোমিটার দূরে এবং সন্ধ্যা নেমে আসায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করতে পারেনি। তিনি আরও জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। সকাল হলেই আগুন নেভানোর কাজ শুরু হবে।
পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সেখানে ছুটে যায় বনরক্ষীরা। তবে বনের খাল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আগুন লাগায় পানির উৎসের অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।