ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইনডিপেনডেন্ট ও দেশ টিভির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনিয়ম ও দুর্নীত নিয়ে প্রতিবেদন করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মাহমুদ শরীফ বলেন, ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে জানতে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা কোনো যোগাযোগে সাড়া দেয়নি। এরপর ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিবেদন প্রকাশের সকল ধাপ অনুসরণ করে সংবাদ দুটি প্রচার করে।

মাহমুদ শরীফ বলেন, তথ্যবহুল সংবাদটি প্রচার করাতেই ক্ষুব্ধ হয়ে ওরিয়ন গ্রুপ সাংবাদিকদের বিরুদ্ধে এসব মামলা করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য প্রেস কাউন্সিল রয়েছে, সেখানেও যায়নি ওরিয়ন গ্রুপ।

অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম একটি গণমাধ্যমকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও জানান মাহমুদ শরীফ। তিনি বলেন, এই সময়েও যদি এভাবে গণমাধ্যমের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা দুঃখজনক।

মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্যবিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধরে জোর দাবি তোলে সাংবাদিকরা।

মানববন্ধনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎকেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

ইনডিপেনডেন্ট ও দেশ টিভির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১২:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

অনিয়ম ও দুর্নীত নিয়ে প্রতিবেদন করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মাহমুদ শরীফ বলেন, ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে জানতে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা কোনো যোগাযোগে সাড়া দেয়নি। এরপর ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিবেদন প্রকাশের সকল ধাপ অনুসরণ করে সংবাদ দুটি প্রচার করে।

মাহমুদ শরীফ বলেন, তথ্যবহুল সংবাদটি প্রচার করাতেই ক্ষুব্ধ হয়ে ওরিয়ন গ্রুপ সাংবাদিকদের বিরুদ্ধে এসব মামলা করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য প্রেস কাউন্সিল রয়েছে, সেখানেও যায়নি ওরিয়ন গ্রুপ।

অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম একটি গণমাধ্যমকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও জানান মাহমুদ শরীফ। তিনি বলেন, এই সময়েও যদি এভাবে গণমাধ্যমের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা দুঃখজনক।

মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্যবিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধরে জোর দাবি তোলে সাংবাদিকরা।

মানববন্ধনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎকেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে।