সিরাজগঞ্জে অভিনব কায়দায় সবজির বস্তায় ৩৩৮০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় বাবা ও মেয়েকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এ বিষয়টি জানিয়েছেন।
আটকরা হলেন – রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবারক খাঁর ছেলে আকবর আলী এবং তার মেয়ে শামিমা খাতুন (৩১)।
র্যাব: ১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ (কাঠেরপুর) এলাকায় রাস্তার ওপরে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে মাদক বহনকালে ৩৩৮০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় দুই মাদক কারবাবিকে আটক করা হয়। মাদক কারবারিরা সম্পর্কে বাবা-মেয়ে। এছাড়াও তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এরপর উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।