ঢামা মহানগরী সমিতির ( ঢাকা সমিতি) উদ্যোগে পবিত্র মিলাদুননবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার ২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় নয়াবাজার সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
হাজী আবু মোতালেব সাহেবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতী মিনহাজ উদ্দিন।
সভায় বক্তারা মিলাদুন্নবী ও মুহাম্মদ (সাঃ) জীবনী নিয়ে আলোচনা করার পাশাপাশি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা কোনভাবেই মেনে নেয়া হবে না। ভারতে মহানবীকে নিয়ে দুই কুলাঙ্গার যে অবমাননামূলক কথা বলেছে মুসলমানগন কোনভাবেই তা মেনে নেবে না।
দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ আব্দুস সালাম, হাজী দীন মোহাম্মদ, হাজী আলাউদ্দিন মালিক হাফেজ মোহাম্মদ হারুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।