ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানের লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে লামায় অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- মো. নুরুল (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারী লামার সরই ইউনিয়নের একটি খামার বাড়ীতে কাজ করার জন্য অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরনের পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। সোমবার রাতে সরই ইউনিয়নের লুলাইন নামক এলাকায় অভিযান পরিচালনাকালে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে মুক্তিপণ আদায়ের পর শ্রমিকদের লুলাইন এলাকায় রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে এখনো ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, সোমবার সন্ধায় অপহৃত শ্রমিকদের ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে তাদেরকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা এখন পরিবারের কাছে রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

বান্দরবানের লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে লামায় অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- মো. নুরুল (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারী লামার সরই ইউনিয়নের একটি খামার বাড়ীতে কাজ করার জন্য অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরনের পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। সোমবার রাতে সরই ইউনিয়নের লুলাইন নামক এলাকায় অভিযান পরিচালনাকালে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে মুক্তিপণ আদায়ের পর শ্রমিকদের লুলাইন এলাকায় রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে এখনো ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, সোমবার সন্ধায় অপহৃত শ্রমিকদের ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে তাদেরকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা এখন পরিবারের কাছে রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।