ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাহকের গরু নিয়ে যাওয়ায় চাকরি হারালেন হাসিনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন হাসিনা বেগম নামের এক মাঠকর্মী। তিনি একটি সংস্থার মাঠকর্মী হিসেবে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় শাখায় কর্মরত ছিলেন।

শনিবার বিকালে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটার পর দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি।

ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচার ওই সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর সপ্তাহ থেকে ২ হাজার ৫শ টাকা করে ১৩ কিস্তি পরিশোধ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কিস্তি দিতে না পারায় এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভি নিয়ে যান। গরু নিতে নিষেধ করলেও তারা তা শোনেননি।

তিনি আরও বলেন, গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে দুই কিস্তির পাঁচ হাজার টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করব বলে আশ্বাস দেওয়ার পর তারা আমাকে আমার গাভি ফিরিয়ে দেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওই সংস্থার ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, আমাদের মাঠকর্মী হাসিনা বেগম কিস্তির টাকা চাইতে গেলে তিনি খারাপ আচরণ করেন। তাই তিনি ক্ষোভে গরু নিয়ে আসেন। তবে ওই গ্রাহককে তার গরু ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংস্থা থেকে হাসিনা বেগমকে বরখাস্ত করা হয়েছে।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

গ্রাহকের গরু নিয়ে যাওয়ায় চাকরি হারালেন হাসিনা

আপডেট সময় : ০২:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন হাসিনা বেগম নামের এক মাঠকর্মী। তিনি একটি সংস্থার মাঠকর্মী হিসেবে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় শাখায় কর্মরত ছিলেন।

শনিবার বিকালে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটার পর দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি।

ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচার ওই সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর সপ্তাহ থেকে ২ হাজার ৫শ টাকা করে ১৩ কিস্তি পরিশোধ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কিস্তি দিতে না পারায় এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভি নিয়ে যান। গরু নিতে নিষেধ করলেও তারা তা শোনেননি।

তিনি আরও বলেন, গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে দুই কিস্তির পাঁচ হাজার টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করব বলে আশ্বাস দেওয়ার পর তারা আমাকে আমার গাভি ফিরিয়ে দেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওই সংস্থার ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, আমাদের মাঠকর্মী হাসিনা বেগম কিস্তির টাকা চাইতে গেলে তিনি খারাপ আচরণ করেন। তাই তিনি ক্ষোভে গরু নিয়ে আসেন। তবে ওই গ্রাহককে তার গরু ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংস্থা থেকে হাসিনা বেগমকে বরখাস্ত করা হয়েছে।