বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা কাজী আবু হুরায়রা বলেছেন, মসজিদ হচ্ছে মুসলমানদের প্রাণকেন্দ্র। মসজিদ হচ্ছে সমাজের মিলনের স্থান।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা কাজী আবু হুরায়রা বলেন, সমাজের সালিশ দরবার থেকে শুরু করে সবকিছুই মসজিদ থেকে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে মসজিদ শুধু নামাজ পড়ার জন্য ব্যবহার হয়ে থাকে। আমরা দেশের সব মসজিদকে কৃষ্টি, কালচার ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু করতে কাজ করছি। ইনশাআল্লাহ, বাংলাদেশের সব কিছু মসজিদ থেকেই পরিচালিত হবে।
ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত মাহফিলে জেলা ইমাম সমিতির সভাপতি শাহ মুহাম্মদ এয়াছিনের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সিনিয়র সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দীন আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি মুফতি হাফেজ মাওলানা আহমাদ, শর্শদি জামেয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, মাজলিসুল মুফাসসিরিন ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ যাকারিয়া।
সমিতির ফেনী জেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন মজুমদার বলেন, জাতীয় ইমাম সমিতি এবার প্রথম এ মাহফিলের আয়োজন করেছে। আলেম-ওলামা ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের সহযোগিতা আমাদেরকে মুগ্ধ করেছে। আগামীতে আরও বড় পরিসরে মাহফিলের আয়োজন করা হবে।