ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আট কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দুর্ঘটনার কবলে পড়ে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুবই ধীর গতিতে যানচলাচল করতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। পরে সেটি বিকল হয়ে হয়ে আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় আট কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

ট্রাকচালক আজাদ বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। দুই ঘণ্টা পর আস্তে আস্তে গাড়ি চলছে।

আরেক ট্রাকের চালক সাজু মিয়া বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লাগল। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এতে কেউ হতাহত নেই। বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে

আপডেট সময় : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আট কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দুর্ঘটনার কবলে পড়ে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুবই ধীর গতিতে যানচলাচল করতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। পরে সেটি বিকল হয়ে হয়ে আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশের প্রায় আট কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

ট্রাকচালক আজাদ বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। দুই ঘণ্টা পর আস্তে আস্তে গাড়ি চলছে।

আরেক ট্রাকের চালক সাজু মিয়া বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লাগল। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, একটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে বিকল হয়ে পড়ে। এতে কেউ হতাহত নেই। বিকল গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।