ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আলবার অবসরের ঘোষণায় আবেগঘন বার্তা মেসির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ক্লাব ফুটবলে দীর্ঘসময় একসঙ্গে কাটানো, অসংখ্য স্মৃতি গড়া ও অসাধারণ রসায়নের এক যুগের অবসান ঘটছে। ইন্টার মিয়ামির ডিফেন্ডার জর্দি আলবা ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই স্প্যানিশ লেফট-ব্যাক। বার্সেলোনা ও মিয়ামিতে লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সতীর্থ আলবার বিদায়ে আবেগে ভাসছেন ভক্ত-সমর্থক ও সাবেক সতীর্থরা।

জর্দি আলবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগময় বার্তায় লিওনেল মেসি লেখেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত কিছু একসঙ্গে করার পর, এখন মাঠে বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখতে পাওয়া, ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে।’

মেসির গোলের অনেকগুলোতেই আলবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিসংখ্যান বলছে, মেসির ক্যারিয়ারে চতুর্থ সর্বোচ্চ গোলের অ্যাসিস্টদাতা হলেন আলবা, মোট ৩৩টি। শুধু লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেজ (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭) আছেন তাঁর ওপরে। ২০১৭ সালের এল ক্লাসিকোতে মেসির বিখ্যাত শেষ মুহূর্তের গোলেও বল বাড়িয়েছিলেন আলবাই।

বার্সেলোনায় একসঙ্গে কাটানো প্রায় এক দশকে আলবা ও মেসি জিতেছেন ৫টি লা লিগা, ৫টি কোপা দেল রে ও একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ২০২১ সালে মেসির পিএসজিতে যোগদানের পর ভেঙে যায় কাতালান ক্লাবটির ঐতিহাসিক জুটি। তবে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে আবারও পুনর্মিলন ঘটে মেসি-আলবা জুটির। সেখানে তারা আবারো পুরনো রসায়ন ফিরিয়ে এনে দলকে জেতান লিগস কাপ।

আলবার অবসরের খবরে আরও এক সাবেক সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ লিখেছেন,’ভাই, কী বলব! তুমি এক কথায় অসাধারণ। এখন বাকি সময়টা শুধু উপভোগ কর।’ নেইমার লিখেছেন, ‘তুমি বিশাল একজন মানুষ, ভাই। জোর একটা আলিঙ্গন, ফোলেত্তি!’

জর্দি আলবার বিদায়ের মধ্য দিয়ে আরও একটি অধ্যায় শেষ হলো মেসির ক্যারিয়ারে। এর আগে সার্জিও বুসকেটসও অবসর নিয়েছেন। ফলে ২০২৬ মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে মেসিকে খেলতে হবে তাঁর দুই ঘনিষ্ঠ সতীর্থ ছাড়া। মেসির ভাষায়, ‘তুমি আমাকে বছরের পর বছর যতগুলো অ্যাসিস্ট দিয়েছো, সেটা ভাবলে অবাকই লাগে। এখন আমাকে সেই পাসগুলো কে দেবে পেছন থেকে?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

আলবার অবসরের ঘোষণায় আবেগঘন বার্তা মেসির

আপডেট সময় : ০৪:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ক্লাব ফুটবলে দীর্ঘসময় একসঙ্গে কাটানো, অসংখ্য স্মৃতি গড়া ও অসাধারণ রসায়নের এক যুগের অবসান ঘটছে। ইন্টার মিয়ামির ডিফেন্ডার জর্দি আলবা ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই স্প্যানিশ লেফট-ব্যাক। বার্সেলোনা ও মিয়ামিতে লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের সতীর্থ আলবার বিদায়ে আবেগে ভাসছেন ভক্ত-সমর্থক ও সাবেক সতীর্থরা।

জর্দি আলবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগময় বার্তায় লিওনেল মেসি লেখেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত কিছু একসঙ্গে করার পর, এখন মাঠে বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখতে পাওয়া, ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে।’

মেসির গোলের অনেকগুলোতেই আলবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিসংখ্যান বলছে, মেসির ক্যারিয়ারে চতুর্থ সর্বোচ্চ গোলের অ্যাসিস্টদাতা হলেন আলবা, মোট ৩৩টি। শুধু লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেজ (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭) আছেন তাঁর ওপরে। ২০১৭ সালের এল ক্লাসিকোতে মেসির বিখ্যাত শেষ মুহূর্তের গোলেও বল বাড়িয়েছিলেন আলবাই।

বার্সেলোনায় একসঙ্গে কাটানো প্রায় এক দশকে আলবা ও মেসি জিতেছেন ৫টি লা লিগা, ৫টি কোপা দেল রে ও একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ২০২১ সালে মেসির পিএসজিতে যোগদানের পর ভেঙে যায় কাতালান ক্লাবটির ঐতিহাসিক জুটি। তবে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে আবারও পুনর্মিলন ঘটে মেসি-আলবা জুটির। সেখানে তারা আবারো পুরনো রসায়ন ফিরিয়ে এনে দলকে জেতান লিগস কাপ।

আলবার অবসরের খবরে আরও এক সাবেক সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ লিখেছেন,’ভাই, কী বলব! তুমি এক কথায় অসাধারণ। এখন বাকি সময়টা শুধু উপভোগ কর।’ নেইমার লিখেছেন, ‘তুমি বিশাল একজন মানুষ, ভাই। জোর একটা আলিঙ্গন, ফোলেত্তি!’

জর্দি আলবার বিদায়ের মধ্য দিয়ে আরও একটি অধ্যায় শেষ হলো মেসির ক্যারিয়ারে। এর আগে সার্জিও বুসকেটসও অবসর নিয়েছেন। ফলে ২০২৬ মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে মেসিকে খেলতে হবে তাঁর দুই ঘনিষ্ঠ সতীর্থ ছাড়া। মেসির ভাষায়, ‘তুমি আমাকে বছরের পর বছর যতগুলো অ্যাসিস্ট দিয়েছো, সেটা ভাবলে অবাকই লাগে। এখন আমাকে সেই পাসগুলো কে দেবে পেছন থেকে?’