বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করায় বুলবুলই যে সভাপতি হবেন তা অনুমিতই ছিল। অবশেষে হয়েছেও তাই।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে ৩ ক্যাটাগরি থেকে মোট ২৩ জন এবং এনএসসি কোটায় ২ জন পরিচালক নির্বাচিত হন। এই ২৫ পরিচালকের ভোটাভুটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
এদিকে বিসিবি নির্বাচন নিয়ে আরও আগে থেকেই অভিযোগ করে আসছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করার পর গত ১ অক্টোবর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বিসিবি নির্বাচন ও রাজনীতিবিদদের ক্রীড়া সংগঠনে সম্পৃক্ততা নিয়ে সরাসরি মতামত দেন।
বিসিবি নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইশরাক। সেখানে নির্বাচনকে তিনি সিলেকশন হিসেবে অভিহিত করেছেন।
ইশরাখ লিখেন, বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। তিনি আরও লিখেন, অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।