ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান, শিক্ষকদের নতুন কর্মসূচি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

শিক্ষকদের বাড়ি ভাড়া ১ হাজার থেকে বাড়িয়ে ১৫ শ টাকা করা হয়েছে। আসলে এই টাকা দিয়ে দেশের কোনো মফস্বল শহরেও এখন একটি রুম পাওয়া যাবে না। তাহলে সরকার কোন বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে জানতে চাই। আমাদের দাবি ছিল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও এটি করা হয়নি। আমাদের সঙ্গে তামাশা করা হয়েছে। এসব কথা বলছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল আলীম (ছদ্মনাম) নামের একজন শিক্ষক।

শুধু তিনি একা নন, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দাবি করলেও সরকার নামমাত্র ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করার পর থেকে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য শিক্ষক। দ্রুতই শতাংশ হারে বাড়ি ভাড়ার সিদ্ধান্ত না দিলে ১২ অক্টোবরের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

তারা জানান, শিক্ষক দিবসে শিক্ষকদের ৫০০ টাকা বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো তামাশা ছাড়া আর কিছুই নয়। তারা চেয়েছিলেন বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া। সেখানে যা করা হয়েছে, এটি চরম অমানবিক।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পান। এ ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। এ নিয়ে কয়েক দফায় টানা আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অন্তর্বর্তী সরকার শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর আশ্বাস দিয়েছিল।

১৩ আগস্ট এক আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ১ হাজার টাকা বাড়িয়ে বাড়িভাড়া ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শিক্ষকরা তা মেনে নেননি। তাদের দাবি ছিল মূল বেতনের ওপর কমপক্ষে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে হবে।

শিক্ষকদের এমন দাবি উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে বাড়িভাড়া এক হাজার টাকা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়। এতে আপত্তি জানিয়ে শিক্ষকরা আগামী ১২ অক্টোবর থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

পরে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানায়, আগের প্রস্তাব বাতিল হয়েছে। নতুন করে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারের হিসাব কষে শতাংশ হারে বাড়িভাড়া দিতে প্রস্তাব পাঠানো হবে। রোববার ৫ অক্টোবর এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

অথচ ৩০ সেপ্টেম্বর পূজার ছুটির আগে শেষ কর্মদিবসে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর কথা জানানো হয়। রোববার ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যখন বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল, তখনই শিক্ষকরা ৫০০ টাকা বাড়ানোর এ পরিপত্র পান। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তারা।

আমিনুর ইসলাম নামের একজন শিক্ষক বলেন, আমরা যেমন চেয়েছিলাম, তেমনই প্রায় আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত দেখলাম, সেটি আমাদের সঙ্গে প্রতারণার মতো।

৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়ে অর্থ মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, তা দেশের শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, আমরা এ পরিপত্র প্রত্যাখ্যান করেছি, শিক্ষক সমাজ এটা মানবে না। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, আজই শতাংশ হারে বাড়িভাড়া বাড়াতে আরেকটি প্রস্তাব পাঠাবেন। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি। তবে তা ১২ অক্টোবরের আগেই করতে হবে। অন্যথায় ১২ অক্টোবর থেকে সারাদেশের শিক্ষকরা ঢাকায় যাবেন, লাগাতার অবস্থান কর্মসূচি করবেন। তখন সরকার চাইলেও শিক্ষকদের ঠেকিয়ে রাখতে পারবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান, শিক্ষকদের নতুন কর্মসূচি

আপডেট সময় : ০৮:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

শিক্ষকদের বাড়ি ভাড়া ১ হাজার থেকে বাড়িয়ে ১৫ শ টাকা করা হয়েছে। আসলে এই টাকা দিয়ে দেশের কোনো মফস্বল শহরেও এখন একটি রুম পাওয়া যাবে না। তাহলে সরকার কোন বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে জানতে চাই। আমাদের দাবি ছিল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও এটি করা হয়নি। আমাদের সঙ্গে তামাশা করা হয়েছে। এসব কথা বলছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল আলীম (ছদ্মনাম) নামের একজন শিক্ষক।

শুধু তিনি একা নন, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দাবি করলেও সরকার নামমাত্র ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করার পর থেকে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য শিক্ষক। দ্রুতই শতাংশ হারে বাড়ি ভাড়ার সিদ্ধান্ত না দিলে ১২ অক্টোবরের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

তারা জানান, শিক্ষক দিবসে শিক্ষকদের ৫০০ টাকা বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো তামাশা ছাড়া আর কিছুই নয়। তারা চেয়েছিলেন বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া। সেখানে যা করা হয়েছে, এটি চরম অমানবিক।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পান। এ ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। এ নিয়ে কয়েক দফায় টানা আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অন্তর্বর্তী সরকার শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর আশ্বাস দিয়েছিল।

১৩ আগস্ট এক আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ১ হাজার টাকা বাড়িয়ে বাড়িভাড়া ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শিক্ষকরা তা মেনে নেননি। তাদের দাবি ছিল মূল বেতনের ওপর কমপক্ষে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে হবে।

শিক্ষকদের এমন দাবি উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে বাড়িভাড়া এক হাজার টাকা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়। এতে আপত্তি জানিয়ে শিক্ষকরা আগামী ১২ অক্টোবর থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

পরে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানায়, আগের প্রস্তাব বাতিল হয়েছে। নতুন করে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারের হিসাব কষে শতাংশ হারে বাড়িভাড়া দিতে প্রস্তাব পাঠানো হবে। রোববার ৫ অক্টোবর এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

অথচ ৩০ সেপ্টেম্বর পূজার ছুটির আগে শেষ কর্মদিবসে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর কথা জানানো হয়। রোববার ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যখন বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল, তখনই শিক্ষকরা ৫০০ টাকা বাড়ানোর এ পরিপত্র পান। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তারা।

আমিনুর ইসলাম নামের একজন শিক্ষক বলেন, আমরা যেমন চেয়েছিলাম, তেমনই প্রায় আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত দেখলাম, সেটি আমাদের সঙ্গে প্রতারণার মতো।

৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়ে অর্থ মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, তা দেশের শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, আমরা এ পরিপত্র প্রত্যাখ্যান করেছি, শিক্ষক সমাজ এটা মানবে না। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, আজই শতাংশ হারে বাড়িভাড়া বাড়াতে আরেকটি প্রস্তাব পাঠাবেন। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি। তবে তা ১২ অক্টোবরের আগেই করতে হবে। অন্যথায় ১২ অক্টোবর থেকে সারাদেশের শিক্ষকরা ঢাকায় যাবেন, লাগাতার অবস্থান কর্মসূচি করবেন। তখন সরকার চাইলেও শিক্ষকদের ঠেকিয়ে রাখতে পারবে না।