ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই: ডা. জাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার মন্তব্য, গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা।

ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন স্পষ্ট ভাষায় বলেন, ‘পতিতদের নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা।’

এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কি না এবং তারা আবার ফিরবে কি না–এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার ঘিরে বর্তমানে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই: ডা. জাহিদ

আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্ত প্রত্যেকের বিচার করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার মন্তব্য, গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা।

ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন স্পষ্ট ভাষায় বলেন, ‘পতিতদের নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা।’

এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কি না এবং তারা আবার ফিরবে কি না–এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার ঘিরে বর্তমানে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।