ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পৌর শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিকেলে দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার এলাকায় হুমায়ুন কবিরের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তার গাড়িবহর পৌর শহরে প্রবেশ করলে লুনা সমর্থকরা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

বিশ্বনাথে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পৌর শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিকেলে দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার এলাকায় হুমায়ুন কবিরের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তার গাড়িবহর পৌর শহরে প্রবেশ করলে লুনা সমর্থকরা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।