সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী-তে সফর মাসে পাঁচ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী ভ্রমণ করেছেন।
সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী-তে সফর মাসে পাঁচ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী ভ্রমণ করেছেন বলে জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার গ্র্যান্ড মসজিদে ২ কোটি ১৪ লাখ মানুষ নামাজ আদায় করেছেন। এর মধ্যে ৫১ হাজার ১০০ জন হাজির হয়েছেন হিজরে ইসমাইল এলাকায়, আর ৭৫ লাখ মুসল্লি উমরাহ পালন করেছেন। খবর গালফ নিউজের।
মদিনার মসজিদে নববীতে নামাজ পড়েছেন ২ কোটি ৬ লাখ মুসল্লি। এর মধ্যে ১১ লাখ জন রওজা শরীফে ইবাদত করেছেন এবং ২০ লাখের বেশি মুসল্লি হজরত মুহাম্মদ (সা.) ও তার সাহাবিদের প্রতি সালাম পেশ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের প্রবাহ ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রধান প্রবেশপথগুলোতে স্থাপন করা হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ ও ভিড় ব্যবস্থাপনা সহজ হয়েছে।
এছাড়া জানানো হয়েছে, এই প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য হলো কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং মুসল্লিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।